বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

উপজেলা বিএনপির নেতৃত্বে রাঙ্গুনিয়ায় ৩১ দফার প্রচারণা চালু

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির লিফলেট বিতরণ শেষে বক্তারা বলেছেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী ও সমৃদ্ধ দেশ। স্বৈরাচারী শাসনব্যবস্থার মাধ্যমে দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। এ পরিস্থিতি থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই।”

শনিবার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার ধামাইরহাট বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা সংবলিত লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী। তিনি বাজারে আগত ক্রেতা-বিক্রেতা, পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে দোকানে দোকানে গিয়ে লিফলেট বিতরণ করেন। একই সঙ্গে তিনি রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন।

এর আগে দক্ষিণ রাজানগর বিএনপি আহ্বায়ক কামাল উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সিনিয়র সহসভাপতি মো. ইউসুফ চৌধুরী। বক্তব্য দেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সহসভাপতি শাহেদ কামাল, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সহসভাপতি মো. ফারুকুল ইসলাম, বিএনপি নেতা কামাল উদ্দিন মাস্টার, রফিকুল ইসলাম, আলমগীর কবির শাহ, মিজানুর রহমান, আবদুল মজিদ, আনোয়ার হোসেন, নূরউদ্দিন, রুকন উদ্দিন, মো. হাসান, মো. ইউনুছ, সোহেল রানা, শামসুল আলম, আবু তৈয়ব ও মো. হোসেন প্রমুখ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ