বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

উপজেলা পরিষদকে যেন দলীয় কার্যালয় করা না হয়- ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি

হাটহাজারী উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানকে বরণ উপলক্ষে হাটহাজারী উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (১৯জুন)উপজেলা প্রশাসনের আয়োজনে ও কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল মহাজনের সঞ্চালনায় ও বিদায়ী ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেকের সভাপতিত্বে বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। এ সময় তিনি বলেন উপজেলা পরিষদকে দলীয়করণ মুক্ত রাখতে হবে। এখানে জনসাধারণ তাদের নানা সমস্যা সমাধানের লক্ষ্যে ছুটে আসবে। যেন চেয়ারম্যানের কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের কারণে সেবা প্রার্থীদের সেবা থেকে যেন বঞ্চিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যানদ্বয় মিলেমিশে কাজ করলে এ উপজেলাকে মডেল উপজেলা হিসেবে রূপান্তরিত করতে সহজ হবে। আমি সকলের সাথে মিলেমিশে কাজ করে হাটহাজারীর জনসাধারণকে যে আশ্বস্ত করেছিলাম এ উপজেলার প্রতিটি ইউনিয়নের যে কাজগুলি রয়েছে সেগুলির উন্নয়নমূলক কর্মকান্ড দ্রুত সম্পাদন করা হবে।

এসময় আরো বক্তব্য রাখেন, নবনির্বাচিত চেয়ারম্যান ইউনুস গণি চৌধুরী, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার আশরাফ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান, সাজেদা বেগম, উপজেলা নির্বাহী ও কর্মকর্তা এবি এম মশিউজ্জামান,হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল আলম, উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ শামীম, পৌর প্রশাসক মঞ্জুরুল আলম চৌধুরী,শাহ নেওয়াজ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলুয়ার হোসেন মিন্টু,উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোঃ আলমগীর, গড়দুয়ারা ইউপি চেয়ারম্যান সরোয়ার মোর্শেদ তালুকদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাসান সহ আরো অনেকেই।

নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস গনি চৌধুরীকে অকুন্ঠ সমর্থন দিয়ে নির্বাচিত করায় হাটহাজারী উপজেলা বাসীকে ধন্যবাদ জানান।তিনি সকলের মতামতের ভিত্তিতে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড চালাবেন বলে জানান। তিনি সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান মহিলা ভাইস চেয়ারম্যানকে বরণ করেন।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের অফিস প্রধান, স্হানীয় সুধী সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ