বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

উপজেলা কার্যালয়ের প্রধান গেট থেকে গ্রেফতার রেজাউল করিম

মোঃ দিদার হোসাইন, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা অফিসে বৈঠকে গিয়ে গ্রেফতার হলেন বাহারচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী প্রঃ ইউনুস।

বুধবার (১২ ফেব্রুয়ারি) উপজেলা অফিসার কার্যালয়ে বৈঠক শেষে বের হয়ে আসার পথে বেলা দেড়টার দিকে উপজেলা পরিষদের প্রধান গেট থেকে বাহারচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিমকে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে।

অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে নাশকতা মামলার আসামি বাহারচড়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী প্রঃ ইউনুস মুন্সিকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেন থানা পুলিশের সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ।

গ্রেফতার হওয়া ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী প্রঃ ইউনুস মুন্সি বাহারচড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মুন্সি খাইয়ের আহমদ চৌধুরীর পুত্র।

বৈঠকে যাওয়া ইউনিয়ন পরিষদের কয়েকজন প্যানেল চেয়ারম্যান সূত্রে জানা গেছে, চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী ইউনুসসহ আমরা ইউএনও অফিসে এক জরুরি সভায় গিয়েছিলাম। উক্ত বৈঠকে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান ও প্রশাসনের লোকজন উপস্থিত ছিলেন। বৈঠক শেষে ইউএনও অফিস থেকে বেরিয়ে আসার সময় উপজেলা পরিষদের প্রধান গেট থেকে চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী প্রঃ ইউনুস মুন্সিকে পুলিশ গ্রেফতার করে নিয়ে গেছে বলে জানান তারা।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ