বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ঈদ উপলক্ষে আনোয়ারায় শপিংমলগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা

ঈদ সামনে রেখে আনোয়ারায় শপিংমল গুলোতে জমে উঠেছে কেনাকাটা। অর্ধেক রোজা পার হওয়াতে শপিংমল গুলোতে বাড়ছে মানুষের ভিড়। এই মানুষের ভিড়ে ঘটছে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা। এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঠেকাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবসায়ীদের সাথে মিটিং করেছে আনোয়ারা থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ মার্চ) আনোয়ারা থানার অফিসার ইনচার্জ’র কার্যালয়ে ব্যবসায়ী ও শপিংমল পরিচালকদের সাথে এই মিটিং অনুষ্ঠিত হয়। নিরাপত্তা নিয়ে থানা পুলিশকে মতামত দেন ব্যবসায়ীরা।

এসময় আইনশৃঙ্খলা ও শপিংমলে আগত ক্রেতাদের নিরাপত্তা নিয়ে সার্বিক কথা বলেন অফিসার ইনচার্জ ওসি মনির হোসেন। এসময় তিনি সমন্বিত নিরাপত্তা বেষ্টনীর কথা উল্লেখ করেন।

এসময় উপস্থিত ছিলেন, চাতুরী চৌমুহনী ওয়ান মাবিয়া সিটি সেন্টারের মালিক জাকির হোসেন, আনোয়ারা সদরের আনোয়ারা সিটি সেন্টারের পরিচালক সাহেদসহ জুয়েলারি ও অন্যান্য ব্যবসায়ীরা। এসময় থানার উর্ধতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ