বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
spot_img
শিরোনাম

ঈদুল আজহায় এবার টানা ১০ দিনের ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের মানুষ এবারে টানা ১০ দিনের ছুটির সুযোগ পাচ্ছে। মঙ্গলবার (৬ মে) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠকে জানানো হয়, ঈদুল আজহার সরকারি ছুটির সঙ্গে সাধারণ ছুটি মিলিয়ে মোট ১০ দিনের একটি দীর্ঘ ছুটির সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তবে ছুটির এ সময়ের মধ্যে আগামী ১৭ ও ২৪ মে সরকারি অফিস খোলা থাকবে, যাতে ছুটি দীর্ঘ হলেও সরকারি কার্যক্রম ব্যাহত না হয়।

এছাড়া, বৈঠকে গুরুত্বপূর্ণ একটি প্রস্তাব হিসেবে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। নিরাপদ ডিজিটাল ভবিষ্যৎ নিশ্চিত করতে এ অধ্যাদেশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের সামগ্রিক পরিস্থিতি ও সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও বিস্তারিত আলোচনা হয়।

দিনের দ্বিতীয় ভাগে, বিকেল ৩টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বিস্তারিত তথ্য উপস্থাপন করবেন বলে জানা গেছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ