বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ইসলামপুর ইউনিয়নে নতুন মসজিদের উদ্বোধনী নামাজ অনুষ্ঠিত

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার ১৩নং ইসলামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড, পূর্ব নেজামশাহ পাড়ায় নবনির্মিত অলিউল্লাহ জামে মসজিদ পাঞ্জেগানা নামাজের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে মসজিদের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিশিষ্ট দানবীর মুহাম্মদ শাহজাহান।

পরে মসজিদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জমিদাতা পরিবারের সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর আলম তালুকদার এবং সঞ্চালনা করেন মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন শিক্ষক নিজাম উদ্দীন, সমাজসেবক আমিনুল হক বাঁচা, কাজী মুহাম্মদ আইয়ুব, জাহাঙ্গীর আলম মেম্বার, নুর মোহাম্মদ তালুকদার, জমিদাতা পরিবারের সদস্য আলমগীর তালুকদার ও শাহ আলম তালুকদার।

উদ্বোধনী বক্তব্য দেন মাওলানা নুরুন্নবী আল-কাদেরী। এছাড়াও উপস্থিত ছিলেন নজরুল ইসলাম তালুকদার, আব্দুর রাজ্জাকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে মিলাদ ও কিয়াম পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা নাজমুল হক। এছাড়া সিরিকোটিয়া স্মৃতি সংঘের নেতৃবৃন্দ, এলাকাবাসী ও প্রবাসীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ