ব্রিটিশভিত্তিক এনজিও সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ইসরাইল সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনায় ৬১টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শনিবার গভীর রাতে প্রকাশিত এনজিওর প্রতিবেদনে বলা হয়, শনিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এই হামলায় ইসরাইলের বাহিনী ৫ ঘণ্টার মধ্যে ৬০ বার হামলা চালায়।
এক সপ্তাহ আগে সিরিয়ার বিদ্রোহীরা প্রেসিডেন্ট আসাদ সরকারকে উৎখাত করার পর থেকে ইসরাইল নিজস্ব নিরাপত্তার অজুহাতে সিরিয়ায় বিমান হামলা চালিয়ে যাচ্ছে।