বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ইয়েমেনে হুতি বিদ্রোহীদের কমান্ড স্থাপনায় মার্কিন বিমান হামলা

অনলাইন ডেস্ক

মার্কিন বাহিনী ইয়েমেনে হুতি বিদ্রোহীদের স্থাপনায় বিমান হামলা চালিয়েছে

মার্কিন বাহিনী সোমবার (১৬ ডিসেম্বর) ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কমান্ড এবং নিয়ন্ত্রণ স্থাপনায় বিমান হামলা চালিয়েছে, যা তাদের সমন্বিত আক্রমণের জন্য ব্যবহৃত হচ্ছিল। মার্কিন সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, হুতি বিদ্রোহীরা ২০২৩ সালের নভেম্বর মাস থেকে লোহিত সাগর এবং এডেন উপসাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে। গাজায় ইসরাইলের সাথে চলমান যুদ্ধের প্রতিশোধ নিতে একাধিক দেশের জঙ্গি গোষ্ঠী মার্কিন নৌবাহিনী এবং বাণিজ্যিক জাহাজগুলোকে টার্গেট করে হামলা চালিয়েছে।

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, “মার্কিন এবং তাদের জোটের কর্মীসহ আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজগুলোকে হুতি হামলা থেকে রক্ষার জন্য এই অভিযান চালানো হয়েছে।”

হুতি বিদ্রোহীরা বলছে, তারা গাজায় ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এবং আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জের মুখে একটি প্রধান শিপিং লেনকে টার্গেট করে এই হামলাগুলো চালিয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ