ইসরায়েলের সামরিক আগ্রাসনের প্রতিবাদে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের রাজধানী সানা ও বিভিন্ন শহরে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। হুতি বিদ্রোহী গোষ্ঠীর আয়োজনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত কয়েক মাস ধরে এই গোষ্ঠী ইসরায়েলি জাহাজ লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে।
বিক্ষোভকারীরা ফিলিস্তিন ও ইয়েমেনের জাতীয় পতাকা হাতে নিয়ে রাস্তায় নামে এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান তোলে।
হুতি নেতা আবদুল মালিক আল-হুথি এক ভিডিও বার্তায় বলেন, “গাজায় ফিলিস্তিনিদের ওপর চালানো ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ চলবে। আমরা জীবিত থাকা পর্যন্ত ফিলিস্তিনের পাশে থাকব।”
গত অক্টোবর থেকে গাজায় হামাসের আক্রমণের পর শুরু হওয়া ইসরায়েলি অভিযানে এখন পর্যন্ত ৩৮ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বড় অংশই নারী ও শিশু।
এই প্রেক্ষাপটে শুধু ইয়েমেন নয়, বিশ্বের বিভিন্ন দেশেই ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ চলছে।
লোহিত সাগরে ইতোমধ্যে হুতি যোদ্ধারা ইসরায়েল বা তাদের মিত্রদেশের জাহাজ লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে, যার ফলে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট হুতিদের ওপর পাল্টা হামলা চালিয়েছে, তবুও তাদের অভিযান থামানো যায়নি।
বিশ্লেষকদের মতে, রাফাহ অভিযানে ইসরায়েল অব্যাহত থাকায় এবং যুদ্ধবিরতির আহ্বানে সাড়া না দেওয়ায় ইয়েমেনের এই প্রতিবাদ ফিলিস্তিনিদের পক্ষে একটি শক্ত বার্তা হিসেবে প্রতিফলিত হয়েছে।