বাংলাদেশের ক্রীড়াঙ্গন অনেক সুখস্মৃতির সাক্ষী হয়েছে নারী খেলোয়াড়দের হাত ধরে। সেই অর্জনে এবার আরেকটি পালক যুক্ত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল। শনিবার (২২ জুন) ইন্দোনেশিয়াকে ১০-১ গোলে বিধ্বস্ত করে এশিয়া কাপের মূল পর্বে খেলার টিকিট নিশ্চিত করেছে লাল-সবুজের নারীরা। প্রথমবার এশিয়া কাপ খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশের নারীরা।
অনূর্ধ্ব-২১ এশিয়া কাপ হকির মূল পর্বে বাংলাদেশের ছেলেরা আরও আগেই জায়গা করে নিয়েছে। এবার তাদের দেখানো পথে হাঁটলেন নারীরাও। সিঙ্গাপুরে চলমান এশিয়ান হকি ফেডারেশন (এএইচএফ) কাপ অনূর্ধ্ব-২১ হকিতে পঞ্চম ম্যাচে ইন্দোনেশিয়াকে হারিয়ে এশিয়া কাপের মূল পর্বে পা রেখেছে বাংলার নারীরা।
ম্যাচে বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেছেন অর্পিতা পাল। এছাড়া জোড়া গোলের দেখা পেয়েছেন কনা আক্তার ও আইরিন রিয়া। এ টুর্নামেন্টে সাত দলের মধ্যে বাংলাদেশের নারীদের অবস্থান এখন তৃতীয়।
রোববার (২৩ জুন) স্বাগতিক সিঙ্গাপুরের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে মুখোমুখি হবে অর্পিতা ও কনা আক্তাররা। টুর্নামেন্ট কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ৭ দলের মধ্যে প্রথম ৫টি দল উত্তীর্ণ হবে এশিয়া কাপের মূল পর্বে। আর সেই তালিকায় নিজেদের জায়গা শক্ত করেছে বাংলার মেয়েরা। চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও বাংলাদেশের পয়েন্ট সমান ১২। টুর্নামেন্টে বাংলাদেশের নারীদের অবস্থান কততম হতে পারে, সেটা জানতে অপেক্ষা করতে হবে শেষ ম্যাচ পর্যন্ত।
এএইচএফ কাপ অনূর্ধ্ব-২১ হকি টুর্নামেন্টে বাংলাদেশের নারীদের অভিষেক ঘটে ২০১৯ সালে। অভিষেক আসরে ৬ দলের মধ্যে পঞ্চম হয়েছিল বাংলাদেশ। এবারই বাংলাদেশের নারীরা প্রথমবার এশিয়া কাপে্র টিকিট নিশ্চিত করলেও এএইচএফ কাপে ছেলেদের বিভাগে বাংলাদেশ দল চ্যাম্পিয়ন ট্রফিটি উঁচিয়ে ধরার গৌরবও অর্জন করেছে