বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

ইউক্রেনকে সামরিক সহযোগিতা বন্ধ করলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িক সময়ের জন্য ইউক্রেনকে সামরিক সহযোগিতা প্রদান বন্ধ করে দিয়েছেন। হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তিক্ত বাক্যবিনিময়ের পর ট্রাম্প এই সিদ্ধান্ত নিয়েছেন, যা ইতিমধ্যে কার্যকর হয়ে গেছে।

৩ মার্চ, সোমবার একাধিক সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প যতক্ষণ না ইউক্রেনের নেতারা শান্তির প্রতি তাদের অঙ্গীকারের সদিচ্ছা প্রদর্শন করবেন, ততক্ষণ পর্যন্ত তারা কোনো সামরিক সহযোগিতা প্রদান করবেন না।

এছাড়া, যুক্তরাষ্ট্রের যেসব সামরিক সরঞ্জাম বর্তমানে ইউক্রেনে নেই, সেগুলোও এই সাময়িক সহযোগিতা বন্ধের আওতায় পড়বে। এই সিদ্ধান্ত কার্যকর করার জন্য ট্রাম্প প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন।

এদিকে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে ইসরায়েল ও মিসর ছাড়া অন্য দেশগুলোকে সহায়তা প্রদান বন্ধের ঘোষণা দেন ট্রাম্প, যার বাস্তবায়ন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। ইউক্রেনে রাশিয়ার অভিযানের শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র নিয়মিত অস্ত্র সহায়তা প্রদান করছিল।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ