চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী রাহি ছিলেন এক অনন্য মানুষ ও অনুপম ব্যক্তিত্ব। দ্বীনি আন্দোলনের যথোপযুক্ত উপস্থাপনে তিনি ছিলেন অনন্য। আদর্শের প্রতি কমিটমেন্টে তিনি ছিলেন প্রথম কাতারের সেনাপতি। এবং সাহস, ত্যাগ-কুরবানী, ব্যক্তিত্ব ও রুচিশীলতায় তিনি ছিলেন মুসলিম উম্মাহর অনুপ্রেরণা। বাংলার জমিনে তিনি ছিলেন ইসলামের একজন আদর্শ দাঈ ইলাল্লাহ। এর বাইরে গিয়ে তিনি হয়ে উঠেছেন সুদক্ষ রাজনীতিবিদ, প্রগতিশীল সংগঠক ও জননন্দিত জননেতা।
শুক্রবার (১৫ আগস্ট) বাদে মাগরিব আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী (র:) দ্বিতীয় শাহাদত বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইলধর ইউনিয়ন শাখার দোয়া মাহফিলের আয়োজন করে। দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আল্লামা সাঈদী (রাহি) যে অপরিমেয় প্রেরণা, আদর্শ ও কুরবানী আমাদের জন্য রেখে গেছেন সে ঋণ অপরিশোধযোগ্য। তাকে যথার্থভাবে স্মরণ, অনুসরণ ও দোয়ার মাধ্যমেই কেবল সে ঋণের নূন্যতম অংশ হয়তো ঘুচতে পারে।
হাইলধর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি নজরুল করিমের সভাপতিত্বে সেক্রেটারি মাস্টার জাহেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলার জামায়াতে ইসলামীর আমীর মুনির আবছার চৌধুরী, আনোয়ারা উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবুল হাছান খোকা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিয়াজুদ্দিন বাজার আব্দুল লতিফ জামে মসজিদের খতিব হাফেজ জুনায়েদ, আনোয়ারা উপজেলার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সেক্রেটারি আব্দুস সবুর, উপজেলা ছাত্রশিবির নেতা সাকিবুল ইসলাম। আলোচনা সভায় শত শত স্থানীয়রা অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে শেষ হয়।