শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

আলোর মুখ দেখতে যাচ্ছে ফটিকছড়ি নাজিরহাট পুরাতন সেতু

নিজস্ব প্রতিবেদক, ফটিকছড়ি

অবশেষে বহুল কাঙ্খিত নাজিরহাটে শতবর্ষী হালদা পুরাতন সেতুটি আলোর মুখ দেখতে যাচ্ছে। দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হবে এলাকাবাসীর।

জানা গেছে, আগামি (১৬ মে) বৃহস্পতিবার উদ্বোধনের পর ওইদিন থেকেই শুরু হবে সেতুটির নির্মাণ কাজ। সেতুটির নির্মাণ ঠিকাদার আবুল বশর বিষয়টি নিশ্চিত করেছেন। ইতিমধ্যে, সেতুটি নির্মাণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ব্যয় ধরা হয়েছে ৪ কোটি ৬৫ লাখ টাকা। ১০ ফিট বাই ৩ শত ফিটের এখানে বেইলী ব্রীজ হবে। বেইলী সেতুটির ঠিকাদারী প্রতিষ্ঠান সেলিম এন্ড ব্রাদার্স।

এ ব্যাপারে ঠিকাদার মোহাম্মদ আবুল বশর বলেন, আগামি ১৬ মে সেতুটি এমপি সনি উদ্বোধন করবেন। এরপরেই আমরা কাজ শুরু করবো। স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসীর ও ব্যবসায়িক ভাইদের সহযোগিতা খুবই প্রয়োজন। তবে অনানুষ্ঠানিক ভাবে ইতিমধ্যে আমরা কাজ করে যাচ্ছি। আশা করি কাজ ধরার ৩-৪ মাসের মধ্যে আমরা সেতু নির্মাণের কাজ শেষ করতে পারবো।

সোমবার (১৩ মে) বিকাল ৫ টার দিকে সেতুটির পরিদর্শনে আসেন সড়ক ও জনপদ বিভাগের সাব স্টেশন ইঞ্জিনিয়ার আহসান উল্লাহ। তিনি বলেন, আগামী বৃহস্পতিবার ব্রীজটি স্থানীয় এমপি উদ্বোধনের পর কাজ শুরু হবে। সব ধরনের প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ