শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

আলুটিলায় ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ৪৭ পরিবার, পাশে দাঁড়াল সেনাবাহিনী

ত্রিপন জয় ত্রিপুরা, খাগড়াছড়ি প্রতিনিধি, চট্টগ্রাম।

আলুটিলা ও চৌদ্দখর গ্রামে কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাগড়াছড়ি রিজিয়নের টিন ও আর্থিক সহায়তা প্রদান।

আলুটিলায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত ৪৭ পরিবারকে ঘরের জন্য টিন ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

১৬ এপ্রিল ২০২৫ (বুধবার) সকালে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্তদের টিন ও আর্থিক সহায়তা প্রদান করেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোঃ আমান হাসান, এনপিপি, এনডিসি, পিএসসি।

এই উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত ৪৭টি পরিবার আর্থিক সহায়তা পেয়েছে, যা তাদের পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে আসতে সহায়তা করবে। স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ প্রচেষ্টায় এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়েছে।

ক্ষতিগ্রস্তরা এই সহায়তা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডারের এই উদ্যোগ প্রমাণ করে যে, দুর্যোগকালীন সময়ে সেনাবাহিনী শুধু নিরাপত্তা নিশ্চিত করাই নয়, বরং মানবিক সহায়তাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করা যায়, যাতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষ দ্রুত পুনরুদ্ধার করতে পারে।

আর্থিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর জোনের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম, রিজিয়নের জিটুআই মেজর কাজী মোস্তফা আরেফিন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সুমন, আব্দুল লতিফ, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তারা এবং সেনাবাহিনীর সদস্যরা প্রমুখ।

জানা যায়, গত ১৪ এপ্রিল (সোমবার) হঠাৎ কালবৈশাখী ঝড়ে মাটিরাঙ্গা উপজেলা সদর ইউনিয়নের আলুটিলা, দেওয়ান পাড়া, চৌদ্দখর ও পুনর্বাসন গ্রামের স্কুলসহ প্রায় ৪৭টি ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে যায়।

তাদের অসহায় ও দুরবস্থার কথা শুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য দ্রুত ছুটে যান খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার। তিনি এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, দুঃসময়ে তাদের পাশে সবসময় থাকবেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও টিন প্রদান করেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ