শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

আমানউল্লাহ ইউনিয়নে যৌথ বাহিনীর সফল অভিযান

নিজস্ব প্রতিবেদক

সন্দ্বীপে যৌথ বাহিনী ও পুলিশ পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন ফারুক (৩৯), আবদুল হান্নান ওরফে শরিফ (৩৩), মোঃ মনির (৩৮) এবং মোঃ পারভেজ (৩৫)। তাদের মধ্যে তিনজন আমানউল্লাহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং শরিফ গাছুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী আকবর হাট এলাকায় অভিযান পরিচালনা করে। আমানউল্লাহ ইউনিয়নে জাবেদ চেয়ারম্যানের পুরাতন গোডাউনে কয়েকজন লোক অবৈধ মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে বলে খবর পাওয়া যায়। পুলিশ ও নৌবাহিনীর যৌথ টিম রাত ২টায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে। পরে তাদের সন্দ্বীপ থানায় সোপর্দ করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত ফারুকের কাছে ১৬০ গ্রাম গাঁজা পাওয়া যায়। বাকি তিনজন ফারুকের কাছ থেকে গাঁজা ক্রয় করেছে বলে দাবি করা হয়েছে। পুলিশ আরও জানায়, ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর অধীনে তিন মাস আগেও একটি মামলা রুজু হয়েছিল।

সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, যৌথ অভিযানে চার মাদক কারবারিকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ১৯(ক) ও ৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি সন্দ্বীপ থানায় নথিভুক্ত হয়েছে, যার মামলা নম্বর ০২।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ