রবিবার, ৩১ আগস্ট ২০২৫
spot_img
শিরোনাম

চট্টগ্রামে মানবাধিকার ফোরামের সভায় কমিটি গঠন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা

মিলন বৈদ্য শুভ, রাউজান প্রতিনিধি, চট্টগ্রাম।

মানবতাবাদী সংগঠন বাংলাদেশ মানবাধিকার ফোরাম চট্টগ্রাম বিভাগীয় কমিটি গঠনকল্পে এক আলোচনা সভা চট্টগ্রাম মহানগরের আন্দরকিল্লাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব সাংবাদিক আকতার উদ্দিন রানা।

সোমা মুৎসুদ্দির সঞ্চালনায় ও সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় শাখার সভাপতি জি এম মাহবুবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডায়াবেটিক জেনারেল হাসপাতাল চট্টগ্রামের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জি. জাবেদ আবছার চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সাধারণ সম্পাদক লায়ন সন্তোষ কুমার নন্দী, সংগঠনের উপদেষ্টা আলতাফ হোসেন, সংগঠনের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম ও লায়ন নুর কচি।

শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক রতন বড়ুয়া, সাংবাদিক সাহেদুর রহমান মোরশেদ, নারী নেত্রী রোকসানা আক্তার, মাহমুদা জামান নিশি, ইয়াসমিন আনিস চৌধুরী।

উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন মানবাধিকার কর্মী শিরীন আকতার, লাভলি দিও, সাংবাদিক সোলতানা নাজমা, মোহাম্মদ নায়ের, মোহাম্মদ সাগর, জিয়াতুন নিসা প্রমুখ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ