সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
spot_img
শিরোনাম

আনোয়ারা উপজেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলা শাখা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার (১৫ আগস্ট) শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক মো. মঈনুল আলম ছোটন ও সদস্য সচিব গাজী নাছির উদ্দিন স্বাক্ষরিত ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত কমিটিতে মো. গিয়াস উদ্দিনকে সভাপতি ও তালহা রহমান মুন্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

কমিটি গঠনের পর জানতে চাইলে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও কর্মমুখী রাজনীতিকে ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে তরুণ প্রজন্মকে সংগঠিত করে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ