চট্টগ্রামের আনোয়ারা উপজেলা শাখা শহীদ জিয়া স্মৃতি সংসদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
গত শুক্রবার (১৫ আগস্ট) শহীদ জিয়া স্মৃতি সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটির আহ্বায়ক মো. মঈনুল আলম ছোটন ও সদস্য সচিব গাজী নাছির উদ্দিন স্বাক্ষরিত ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মো. গিয়াস উদ্দিনকে সভাপতি ও তালহা রহমান মুন্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটি গঠনের পর জানতে চাইলে সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ও কর্মমুখী রাজনীতিকে ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী করা হবে। পাশাপাশি জাতীয়তাবাদী আদর্শের ভিত্তিতে তরুণ প্রজন্মকে সংগঠিত করে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।