বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

আনোয়ারায় ৫ ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক,আনোয়ারা

রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করেছেন আনোয়ারা উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৩ মার্চ) দুপুর ২টায় বটতলী বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদ নেতৃত্বে এই বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

তার মধ্যে অধিক মূল্যে বিক্রি ও মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে ২জন মাংস বিক্রেতাসহ ৫ জন কে ৫ টি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান এর বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, পবিত্র রমজান উপলক্ষে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময়  পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন ২০১১ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ২জন মাংস বিক্রেতাসহ ৫ জনকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রমজানে মাসে প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ