চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সার্বজনীন চলাচলের রাস্তা সংস্কার করায় সাংবাদিক পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সাংবাদিক পরিবারের সদস্যরা জানিয়েছেন, পুলিশের উপস্থিতিতেই এই হামলার ঘটনা ঘটে।
প্রতিপক্ষ এবং ভাড়াটে সন্ত্রাসীদের এই হামলায় নেতৃত্ব দেন স্থানীয় এক যুবলীগ নেতা।
রবিবার (২২ জুন) বিকেলে উপজেলার রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের হাজীর পাড়া শীল বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় আহত সরস্বতী শীল বাদী হয়ে আনোয়ারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
সরস্বতী শীল ঢাকায় কর্মরত দৈনিক ভোরের আকাশ পত্রিকার সিনিয়র রিপোর্টার শিপংকর শীলের মা। অভিযুক্তরা হলেন—পংকজ শীল (৩৪), নকুল চন্দ্র শীল (৫০), প্রকাশ শীল (৩৮), সুভাষ শীল (৫৩) এবং খোকন শীল (৫৫)। তারা সকলেই রায়পুর ইউনিয়নের চুন্নাপাড়া গ্রামের হাজীর পাড়া শীল বাড়ির বাসিন্দা।
জানা যায়, অভিযুক্ত পংকজ শীল রায়পুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, নকুল শীল রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং খোকন শীল আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য।
ঘটনার বিষয়ে আহত সরস্বতী শীল জানান, বাড়ির সবার প্রয়োজনে এজমালি সম্পত্তির ওপর অবস্থিত একটি রাস্তা সংস্কার করা হয়। তবে অভিযুক্তরা ভাড়াটে সন্ত্রাসী এনে সংস্কার করা রাস্তাটির নির্মাণ সামগ্রী তুলে পুকুরে ফেলে দেয়। এ সময় বাধা দিতে গেলে তারা আমাকে মারধর করে এবং আমার অন্তঃসত্ত্বা পুত্রবধূর পরিধেয় কাপড় টেনে শ্লীলতাহানি করে। তিনি আরও অভিযোগ করে বলেন, পুলিশের উপস্থিতিতে সন্ত্রাসীরা এই কর্মকাণ্ড ঘটায়, অথচ পুলিশ আমাদের কোনো নিরাপত্তা দেয়নি।
এ বিষয়ে ঘটনাস্থলে যাওয়া আনোয়ারা থানার এসআই মোমেন কান্তি দে বলেন, “রাস্তাটি নিয়ে দুই পক্ষের মধ্যে আগে থেকেই ঝামেলা চলছিল। এক পক্ষ আদালতের নিষেধাজ্ঞা এনে রাস্তা নির্মাণে বাধা দেয়। পরে অন্য পক্ষ রাস্তা তৈরি করলে আবার ভেঙে ফেলে দেয়।”



