মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
spot_img
শিরোনাম

আনোয়ারায় সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামী।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

মঙ্গলবার (১১ মার্চ) উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় আনোয়ারা ইসলামিক সেন্টারে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী বলেন, সাংবাদিকরা এক বিশেষ গুণের অধিকারী মানুষ। তাদের সত্য লিখনীর কারণে সত্য সমাজ প্রতিষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী সত্য, সুন্দর ও ইনসাফের রাজনীতি করে। বিগত ১৭ বছর ফ্যাসিস্ট সরকার এভাবে আনোয়ারার দর্পণ এই সাংবাদিক ভাইদের নিয়ে বসার সুযোগ আমাদের দেয়নি। ইনশাআল্লাহ, এই বসা আগামীতে আরও সুমধুর হবে।

তিনি সাংবাদিকদের অন্যায়ের বিষয়ে কোনো আপোষ না করে দলমতের বাইরে অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন কাজ করার অনুরোধ করেন।

উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল গণির সভাপতিত্বে ও সেক্রেটারি মাস্টার আবুল হাসান খোকার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের দায়িত্বশীল মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ সাইফুদ্দীন, উপজেলা জামায়াতের বাইতুলমাল সেক্রেটারি মাস্টার শহীদুল্লাহ, সহকারী সেক্রেটারি নাছির উদ্দীন শাহ, বারখাইন ইউনিয়ন জামায়াতের সভাপতি সাদ্দাম হোসেন।

ইফতার ও দোয়া মাহফিলে আনোয়ারার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। চমৎকার এক আয়োজনের জন্য উপজেলা জামায়াত নেতৃবৃন্দকে সাংবাদিকরা ধন্যবাদ জানান।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ