শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি (প্রা.) লিমিটেডের আনোয়ারা শাখার উদ্যোগে “সায়েন্টিফিক সেমিনার ২০২৫” অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) সকাল ১১টায় উপজেলার চাতরীস্থ শেভরণ ভবনের মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেভরণ আনোয়ারা শাখার চেয়ারম্যান ডা. খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ এবং সঞ্চালনায় ছিলেন শাখার ব্যবস্থাপক রিপন বড়ুয়া।
সেমিনারে উপস্থিত ছিলেন শেভরণ আনোয়ারা, হাটহাজারী ও কেরানীহাট শাখার উদ্যোক্তা ও ম্যানেজিং পার্টনার মীর মোশাররফ হোসেন।
এছাড়াও সেমিনারে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. কাজী শামীম আল মামুন, ডা. কামরুনন্নেছা রোজী, ডা. মঞ্জুরুল কাদের চৌধুরী, ডা. কামরুল ইসলাম, ডা. মিসবাহুস সালেহীন, ডা. সাহেদ আহম্মেদ (ডায়াবেটোলজিস্ট), আনোয়ারা গ্রাম ডাক্তার সমিতির উপদেষ্টা ডা. শফিকুর রহমান, সভাপতি কংসরাজ দত্ত ও সেক্রেটারি সজল দাশ প্রমুখ।
সেমিনারে আনোয়ারা উপজেলার ৫৩০ জন পল্লী চিকিৎসকের মাঝে ডিসকাউন্ট কার্ড বিতরণ করা হয়।