চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বাণিজ্যিক বাজার খ্যাত চাতরী চৌমুহনী বাজারের এক পাইকারি মুদির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ১কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থ হানিফ সওদাগর।
তবে ফায়ার সার্ভিসের কর্মীরা বলছে আনুমানিক ৮ লাখ টাকার মত ক্ষতি হয়েছে।
বুধবার (২০ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে চাতরী চৌমুহনী বাজার আল আরাফাহ্ ইসলামি ব্যাংকের নিচে “আল্লাহর দান ” ষ্টোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুনের বিষয়ে ক্ষতিগ্রস্থ হানিফ সওদাগর জানান, রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে চলে যায় এমন সময় রাত ৩টায় আগুন লাগার খবর শুনে দোকানে এসে দেখি সব পুড়ে গেছে। আগুনে তার আনুমানিক ১কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
আগুনের ক্ষয়ক্ষতির বিষয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব অফিসার মনসুইনু মারমা জানান, রাত সাড়ে তিনটা নাগাদ খবর পেয়ে আনোয়ারা-কর্ণফুলী দু’টি স্টেশনে ফায়ার সার্ভিসেরকর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আনুমানিক ৮ লাখ টাকা ক্ষয়ক্ষতি এবং ৩৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।