বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

আনোয়ারায় বাজার মনিটরিং টিমের অভিযানে লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা

রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে চট্টগ্রামের আনোয়ারায় বিভিন্ন স্থানে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালতের অভিযান  পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

রবিবার (১৭ মার্চ) দুপুর ১২ থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার চাতরী চৌমুহনী বাজার, মালঘর, সিইউএফএল বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইশতিয়াক ইমন ও  সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন ‌ ।  আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমেদ উপস্থিত ছিলেন ছিলেন।

এ সময় মূল্য তালিকা না রাখা, সরকার নির্ধারিত মূল্য এর অতিরিক্ত মূল্যে বিক্রয় করাসহ অন্যান্য অপরাধে ২৪ টি মামলায় ১ লাখ ২৩ হাজার ৫’শ  টাকা জরিমানা করা হয়। এবং ব্যবসায়ীদের সচেতন করা হয়।

অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইশতিয়াক ইমন বলেন, বেশি দামে মাংস বিক্রি করায় মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় । এছাড়া মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অপরাধে মোট ২৪টি মামলায় ১ লাখ ২৩ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ব্যবসায়ীদের সচেতন করা হয়।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ