চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সামাজিক সংগঠন ফুলবাড়ী সোসাইটির ১ম বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে এসএসসি-২৫ পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে সংগঠনটি। জুয়া, মাদক ও অসামাজিক কাজের বিরুদ্ধে তরুণদের আগ্রহী করতে নানাভাবে কাজ করছে ফুলবাড়ী সোসাইটি।
শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার হাইলধর মাদ্রাসার সংলগ্ন মাঠে এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সোসাইটির পরিচালনা কমিটির সদস্য মিনহাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিক হাসানের যৌথ সঞ্চালনায়, সভাপতি রিদওয়ানুল হকের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য রাখেন পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক জাহিদ হাসান হৃদয়।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রামিসা এন্টারপ্রাইজের পরিচালক মো. হাসান উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে সমাজসেবক নাছির উদ্দিন, হাইলধর মাদ্রাসার শিক্ষা বিভাগীয় প্রধান মাওলানা আব্দুল হান্নান, তকী ওসমান, আদেল হালিম, মো. জয়নাল, আব্দুল্লাহ আল নোমান প্রমুখ উপস্থিত ছিলেন।