চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় থানা পুলিশের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় মো. হাসান (৩৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার হাইলধর ইউনিয়নের পীরখাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. হাসান হাইলধর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আবু বক্কর মাস্টারের বাড়ির মো. নওশা মিয়ার ছেলে।
দলীয় সূত্রে জানা গেছে, মো. হাসান চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত রবিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় পুলিশের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মো. হাসানকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।