মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫
spot_img
শিরোনাম

আনোয়ারায় পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা

চট্টগ্রামের আনোয়ারায় নারী ও শিশু নির্যাতন দমন মামলার পলাতক প্রধান আসামি মোহাম্মদ রাসেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চট্টগ্রাম নগর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮জুন যৌতুকের দাবিতে গ্রেপ্তারকৃত প্রধান আসামি নিজের স্ত্রী শাহেদা আক্তারের গায়ে কারোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরবর্তীতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একই মাসের ২৩জুন মারা যায়। এই ঘটনায় ভুক্তভোগী শাহেদা আক্তারের মা সামশুন্নাহার বাদী হয়ে ৪জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করে।

অভিযুক্তরা হলেন, মো. রাসেল, মো. শরীফ, মো. মামুনুর রশীদ, রুবি আক্তার।

এবিষয়ে আনোয়ারা থানার এস আই রফিকুল ইসলাম বলেন, গতকাল সোমবার অভিযান চালিয়ে একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ