বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

আনোয়ারায় জমি বিরোধে প্রতিপক্ষের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন গাছ কেটে ফেলেছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার ৪নং বটতলী ইউনিয়নের পূর্ব বরৈয়া এলাকায় এ ঘটনা ঘটে।

রোববার (২ মার্চ) রাতে প্রতিপক্ষরা জমি নিয়ে বিরোধের জেরে গাছ কেটে ফেলে বলে অনুমান করেন ক্ষতিগ্রস্ত জামাল উদ্দিন। এ ঘটনায় সোমবার (৩ মার্চ) তিনি থানায় ৬ জনকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযুক্তরা হলেন—বটতলী ইউনিয়নের মৃত ছৈয়দ আহামদের ছেলে মো. শফি (৪৭), মো. আলীর ছেলে মো. রাজু (২০), মো. আলীর স্ত্রী লুৎফর নাহার (৪৫), সুমি আক্তার (৩৮), মৃত ছৈয়দ আহামদের ছেলে মো. শাহাদাৎ (৫২) ও তার ভাই মো. জাহাঙ্গীর (৪০)। এছাড়া আরও অজ্ঞাতনামা ২০-৩০ জনকে অভিযুক্ত করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারী মো. জামাল উদ্দিন সিকদারের সঙ্গে প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে, যা আদালতে বিচারাধীন। আদালতের অনুমতি পাওয়ার পর তিনি ওই জমিতে কলা গাছ, পেঁপে গাছ, মরিচ চারা, টমেটো চারা ও বিভিন্ন ধরনের সবজি চাষ করেন। তবে প্রতিপক্ষের লোকজন এসব গাছ কেটে ফেলে এবং হুমকি দেয় যে, যতবার জমিতে চাষ করা হবে, ততবার তা নষ্ট করে দেওয়া হবে।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “বিষয়টি আমার জানা নেই। অভিযোগ পেয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ