রবিবার, ৩১ আগস্ট ২০২৫
spot_img
শিরোনাম

আনোয়ারায় গভীর রাতে অগ্নিকাণ্ড, দুই দোকান ভস্মীভূত

এনামুল হক নাবিদ, আনোয়ারা প্রতিনিধি, চট্টগ্রাম।

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের জৈদ্দ্যের হাট এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে একটি মুদি দোকান ও একটি স্টেশনারি দোকান সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। দোকান দুটি পরিচালনা করতেন রায়পুর এলাকার জাহাঙ্গীর আলম ও মো. ইউনুস। তাদের দাবি, আগুনে অন্তত সাড়ে তিন লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল করিম জানান, রাত তিনটার দিকে হঠাৎ আগুনের আলো দেখে বাইরে বের হই। দেখি চারপাশ ধোঁয়ায় অন্ধকার। লোকজন চিৎকার শুরু করে। আমরা কিছু বুঝে ওঠার আগেই আগুন ছড়িয়ে পড়ে। আমি সঙ্গে সঙ্গে ৯৯৯-এ কল করি। ফায়ার সার্ভিস দ্রুত না এলে আরও বড় ক্ষতি হতো।

আনোয়ারা ফায়ার সার্ভিসের লিডার মুজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি দোকান পুরোপুরি পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আশেপাশের দোকানগুলো রক্ষা করা সম্ভব হয়েছে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ