বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

আনোয়ারায় কর্ণফুলী থেকে আসা তিন গরু চোর পুলিশের জালে

অনলাইন ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় গভীর রাতে তিন গরু চোরকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে চাতরী চৌমুহনী চেকপোস্ট থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন কর্ণফুলী থানার জুলদা গ্রামের মোঃ শফিকের ছেলে মোঃ মহি উদ্দিন (২৮), শাহমীরপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মোঃ নুর হোসেন (৩৬) এবং মোঃ ইউসুফের ছেলে মোঃ আরিফুর রহমান (২৬)। তারা গরু চুরির উদ্দেশ্যে কর্ণফুলী থেকে আনোয়ারায় আসছিলেন বলে পুলিশ জানিয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন, “সোমবার দিবাগত রাতে কর্ণফুলী থেকে আসা তিনজন গরু চোরকে আটক করে চাতরী চৌমুহনীর চেকপোস্টে দায়িত্বরত পুলিশ। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়।”

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ