বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

আনোয়ারায় এবার অস্ত্রের মুখে বিএনপি নেতার ৩ গরু লুট

নিজস্ব প্রতিবেদক, আনোয়ারা

চট্টগ্রামের আনোয়ারায় অস্ত্রের মুখে জিম্মি করে খামারির ৭ গরু লুটের পর ফের অস্ত্রের মুখে জিম্মি করে গরু লুটের ঘটনা ঘটেছে।

রবিবার  (৩১ মার্চ)  মধ্য রাতে উপজেলার পিএবি সড়কের বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই গরু লুটের ঘটনা ঘটে। এসময় খামারে কর্মচারীকে বেঁধে রেখে অস্ত্রের মুখে জিম্মি করে ৬লাখ টাকা দামের ৩ টি গরু লুট করে নিয়ে যায় তারা।

জানা যায়, ওই খামারের মালিক দক্ষিণ জেলা বিএনপি নেতা  ও বরুমচড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো.হুমায়ুন কবির চৌধুরী আনচারের খামার। এদিকে  ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্হলে পরিদর্শনে যান  পুলিশ।

খামারের মালিক বিএনপি নেতা মো.হুমায়ুন কবির চৌধুরী আনচার বলেন, রবিবার মধ্য রাতে আমার খামারের কর্মচারী স্বপন (৫৫) ও পাশ্ববর্তী সেচ পাম্প থেকে আরেক দিন মজুরকে ধরে এনে আমার খামারে বেঁধে অস্ত্রের মুখে ৩ টি বড় গরু লুট করে  নিয়ে যাওয়া হয়। গরু ৩ টির বর্তমান বাজার মূল্য ৬ লাখ টাকার বেশি হবে। তিনি আরো বলেন, ঘটনার সময়  আমার খামারে ৫ দুষ্কৃতকারীর প্রবেশ করে। আর তিনজন বাইরে পাহারা ছিল। পিক-আপে ঘরে গরুগুলো  তুলে নিয়ে মুহূর্তে পালিয়ে যায় সঙ্ঘবদ্ধ দুষ্কৃতকারীরা। ঘটনার পর পর পুলিশ কে আমি এ বিষয়ে জানালে পুলিশ ঘটনাস্হলে আসেন। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ ব্যাপারে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ  (ওসি) সোহেল আহমেদ বলেন , খামার থেকে গরু চুরির বিষয়টি পুলিশ তদন্ত করছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা আইনগতভাবে ব্যবস্থা নিচ্ছি।

 

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ