শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

আনজুমিয়ার বলী খেলায় রাঙ্গামাটির রুবেল বলী বিজয়ী

রাঙ্গুনিয়া(চট্টগ্রাম)প্রতিনিধি।

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণ রাজানগর ইউনিয়নের ঐতিহ্যবাহী আনজুমিয়ার বলী খেলায় বিজয়ী হয়েছেন রাঙ্গামাটির রুবেল বলী।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকাল ৩টায় দক্ষিণ রাজানগর ব্রাহ্মণ পুকুর পার পশ্চিম অংশ মাঠে আয়োজিত আনজুমিয়ার বলী খেলায় প্রতিদ্বন্দ্বী বলী নিশ্চিন্তাপুরের ইকবাল বলীকে পরস্থ করে রাঙ্গামাটির রুবেল বলী বিজয়ী হন। তিনি এর আগেও একি মাঠে ৭বার বলীখেলায় অংশগ্রহণ করেন।

এদিকে বলী খেলা উপভোগ করতে হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। বলী খেলার মধ্যে কোন প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটার জন্য সতর্ক অবস্থায় ছিল রাঙ্গুনিয়া থানার পুলিশের সদস্যরা।

দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আহমদ সৈয়দ তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

বলী খেলার প্রধান অতিথি এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব খালেদ মাহমুদ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।

এছাড়াও বলী খেলায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুব ও ত্রুীড়া বিষয়ক সম্পাদক কাওছার নুর লিটন, শ্রম বিষয়ক সম্পাদক ফারুক আহমদ তালুকদার, সহ-দপ্তর সম্পাদক হালিম আব্দুল্লাহ, উপজেলা মৎস্য জীবিলীগের সভাপতি মাষ্টার ইস্কান্দর মিয়া তালুকদার , দক্ষিণ রাজানগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রহমান সাধন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মাষ্টার মোহাম্মদ মুছা, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তালুকদার, লালানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওমর ফারুখ মাসুদ, যুগ্ম সম্পাদক সিরাজুল করিম বিল্বপ, হোছনাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, যুগ্ম সম্পাদক মইনু উদ্দিন মঈনু, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান, দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মিজানুর রহমান চৌধুরী, ইউনুচ মিয়া লেদু, ফজলুল ইসলাম সেলিম, মোহাম্মদ ইউছুপ, রফিকুল ইসলাম রফু প্রমুখ।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ