বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

আদালত চত্বরে হামলা, দুই আসামিকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক

গাজীপুরের আদালত প্রাঙ্গণ থেকে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) গাজীপুর জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে ৩০-৪০ জনের একটি দল আদালত চত্বরে প্রবেশ করে হঠাৎ এলোপাতাড়ি মারধর শুরু করে। এতে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে হামলাকারীরা পুলিশ ও আইনজীবীদের ধাক্কা দিয়ে ফেলে মারধর করে দুই আসামিকে নিয়ে পালিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে কারা এই ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আইনজীবীরা এ ঘটনাকে দেশের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছেন। তারা বলেন, “আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনকে দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে হবে।”

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ