সাতবাড়িয়া ইউনিয়নে জসিম উদ্দিন আহমেদ এর গণসংযোগে জনতার ঢল।
চট্টগ্রাম চন্দনাইশ উপজেলা পরিষদ নির্বাচনে সাতবাড়িয়া ইউনিয়নে মোটরসাইকেল প্রতীকের জসিম উদ্দিন আহমেদ এর গনসংযোগের জনতার ঢল। এসময় জসিম উদ্দিন আহমেদ সেখানে পৌছালে শত শত নেতাকর্মী ও জনসমর্থক তাকে ফুল দিয়ে বরণ করে নেন। গনসংযোগের সময় তিনি বলেন,আগামী উপজেলা নির্বাচনে আপনারা এমন ব্যক্তিকে আপনাদের মূল্যবান ভোটগুলো প্রদান করবেন যার মধ্যে নীতি-নৈতিকতা ও আদর্শ রয়েছে। যারা মানুষকে প্রলোভন দেখিয়ে মানুষের মন যোগাতে চায় এবং মামলা-হামলা ভয়ভীতি দেখিয়ে ভয় প্রদর্শন করে তারা কখনো সততা আর্দশ এবং নীতিনৈতিকতা নিয়ে কাজ করতে পারেনা। তারা এক ধরণের প্রতারক। তারা নিজেকে নিয়ে সর্বদা ব্যস্ত থাকে। রং বদলানো মানুষ গুলোকে আপনারা চিনে জেনে,ভালো ভাবে যাচাই বাছাই করে তাদের নির্বাচিত করবেন।
মঙ্গলবার ২১ মে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চন্দনাইশ উপজেলাস্থ সাতবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ কালে সাধারণ জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,আমি আপনাদের দুয়ারে দুয়ারে আসার উদ্দেশ্য শুধু ভোট চাওয়া নয়। আমি যখন আপনাদের দুয়ারে দুয়ারে যায় তাহলে আমি আপনাদের এলাকার সমস্যা গুলোও আমি দেখতে পায়। যে সকল এলাকায় সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিত করে সমাধান করার জন্য আমার পথ চলা। আপনাদের জন্য ভালো কিছু করতে হলে আমাকে বড় জায়গায় যেতে হবে। আর বড় জায়গায় যেতে হলে একজন সুশিক্ষিত ব্যক্তি, সৎ এবং নীতিনৈতিকতা আছে এমন যোগ্য ব্যক্তি প্রয়োজন।
তাই আগামী ২৯ মে আপনারা যদি আমাকে মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিন,তাহলে আপনাদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে।