রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা নেভানোর সময় ট্রাকচাপায় আহত ফায়ার সার্ভিসের এক সদস্যের মৃত্যু হয়েছে। নিহতের নাম সোহানুজ্জামান নয়ন।
আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৭টার কিছু আগে ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল ঘটনাস্থলে এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, নয়ন পানি সরবরাহের পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দেয়। ধাক্কার ফলে তিনি রাস্তায় পড়ে যান। সহকর্মীরা তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সোহানুজ্জামান নয়ন ফায়ার সার্ভিসের তেজগাঁও ইউনিটের স্পেশাল ব্রাঞ্চের সদস্য ছিলেন। মাত্র দুই বছর আগে তিনি ফায়ার সার্ভিসে যোগ দেন। তার বাড়ি রংপুরের মিঠাপুকুরে। পরিবারের সদস্যরা মরদেহ বুঝে নিতে রওনা হয়েছেন।
ঘটনার সময় আরেক ফায়ার সার্ভিস কর্মী পায়ে আঘাত পান। তবে তার অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছেন ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল।
এদিকে, ট্রাকচালক দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শিক্ষার্থীরা তাকে আটক করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হাতে তাকে তুলে দেওয়া হয়।
এই মর্মান্তিক দুর্ঘটনা ফায়ার সার্ভিস কর্মীদের দায়িত্ব পালনকালে যে ধরনের ঝুঁকির সম্মুখীন হতে হয়, তা আবারও সামনে এনেছে। নিহত নয়নের এই করুণ মৃত্যুতে তার সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন।