চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচ আগামী পহেলা মে বিকেল ৩টায় রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বুধবার (২৩ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. কামরুল হাসান এর সভাপতিত্বে ইউএনও কার্যালয়ে সংস্থার এক সভায় প্রীতি ফুটবল ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. মহিউদ্দিন, সদস্য ইকবাল আহমেদ বেলাল, তাহানিয়াজ মোরশেদ তোহা এবং সাংবাদিক আব্বাস হোসাইন আফতাব প্রমুখ।