বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

আগামী নির্বাচনে কঠোর হওয়ার ঘোষণা সীতাকুণ্ড বিএনপির

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির আলোচনা সভা ৪ জানুয়ারি সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়। সভাটি ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং আবু সাঈদ শাহাজাদার সঞ্চালনায় আয়োজিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী সালাউদ্দীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাঁশবাড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ছালামত উল্যাহ সালাম, সাধারণ সম্পাদক ইদ্রিছ মিয়া এবং উপজেলা বিএনপির সদস্য মো. নয়ন। এছাড়া যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দলের সভাপতি, সম্পাদক ও নেতৃবৃন্দ বক্তব্য দেন।

প্রধান অতিথি কাজী সালাউদ্দীন বলেন, “তারেক রহমান যেভাবে নির্দেশনা দেবেন, আমরা সেভাবেই চলব। কেন্দ্রীয় বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এফসিএ-এর দিকনির্দেশনা অনুযায়ী আমাদের কার্যক্রম পরিচালিত হবে। আগামী নির্বাচন অত্যন্ত কঠোর হবে। বিএনপির নেতাকর্মীদের ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে এবং জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “বিএনপির নামে কেউ জবরদখল, চাঁদাবাজি বা কোনো অপরাধমূলক কার্যকলাপ করলে কঠোর শাস্তি পেতে হবে। অপরাধের দায়ভার বিএনপি নেবে না।”

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ