চট্টগ্রাম ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে আইইবি চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী এম.এ.রশীদ’র সভাপতিত্বে ও সম্মানী সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী ।
এসময় আরো উপস্থিত ছিলেন আইইবি’র প্রেসিডেন্ট প্রকৌশলী মো.আবদুস সবুর এমপি সংবর্ধিত অতিথি ,আইইবি’র সম্মানী সাধারণ সম্পাদক প্রকৌশলী এস.এম.মনজুরুল হক মন্জু,আইইবু’র চট্টগ্রাম কেন্দ্রের ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ড.রশীদ আহমেদ চৌধুরী ,প্রকৌশলী রাজিব বড়ুয়া,প্রকৌশলী এ কে এম ফজলুল্লাহ,প্রকৌশলী এম শাহাজান,প্রকৌশলী মোঃ দেলোয়ার হোসেন,প্রকৌশলী হারুন,প্রকৌশলী প্রবীর কুমার সেন,প্রকৌশলী আবুল কালাম হাজারী,আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ হোসেন,সম্মানী সম্পাদক প্রকৌশলী মোঃ নজরুল ইসলান,কেন্দ্রের কাউন্সিলর সদস্য প্রকৌশলী এনামুল বাকী সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
এসময় মেয়র বলেন প্রকৌশলীরা সমাজের অহংকার বঙ্গবন্ধুর আর্দশ ও বর্তমান সরকারের ভবিষ্যত কর্মকাণ্ড এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন।মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দায়িত্ব নেওয়ার পর থেকে বিশ্বে পিছিয়ে পড়া বাংলাদেশ কে তিনি আজ উঁচু স্হানে আসীন করেন।