বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞে সমবেত হাজারো পূণ্যার্থী

নিজস্ব প্রতিবেদক

সাহাব্দী নগর মধ্য পারুয়া সার্বজনীন শ্রী শ্রী মগদেশ্বরী মাতৃ মন্দির ও মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শ্রী শ্রী চণ্ডী পাঠ, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ধর্মীয় সঙ্গীতাঞ্জলি এবং অষ্টপ্রহর ব্যাপী মহানামযজ্ঞ সংকীর্তন অনুষ্ঠিত হয়েছে।

২০, ২১ ও ২২ ডিসেম্বর, শুক্র, শনি ও রোববার—এই ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালায় শ্রীমদ্ভগবদগীতা পাঠ, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান, শুভ অধিবাস এবং মহানামযজ্ঞ সংকীর্তন অন্তর্ভুক্ত ছিল।

শুভ অধিবাস কীর্তন পরিবেশন করেন শ্রী শ্রী রাধা মাধব মন্দিরের সেবক বৈষ্ণব দাসী সনাতন গৌর দাস (সঞ্জয়)।
কৃষ্ণলীলা ও গৌরলীলা পরিবেশন করেন শ্রী সমীর দে।
মহানামযজ্ঞ সংকীর্তন পরিবেশন করেন শ্রী গুরু অচ্যুতানন্দ সম্প্রদায়, শ্রী গৌর সুন্দর সম্প্রদায়, শ্রী গুরু কৈবল্যনাথ সম্প্রদায় এবং শ্রী সত্যনারায়ণ মন্দির সম্প্রদায়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সার্বজনীন শ্রী শ্রী মগদেশ্বরী মাতৃ মন্দির মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি শ্রী রতন দাশগুপ্ত এবং সাধারণ সম্পাদক শ্রী লক্ষণ মালাকার।
দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক ঝুলন দত্ত, অপু দাশগুপ্ত, সমীর দাশগুপ্ত, শ্যামল দাশগুপ্তসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি মিঠুন দাশগুপ্ত, সাধারণ সম্পাদক রাসেল চক্রবর্তী (রাজেশ), অর্থ সম্পাদক শ্রী কৃষ্ণ মালাকার, সাংগঠনিক সম্পাদক শ্রী নারায়ণ মালাকার, রয়েল নন্দী, পুলক দাশ, অভি দাশগুপ্ত, মুন্না চৌধুরী, নয়ন মজুমদার, রিপন মালাকার, রবিন দাশগুপ্ত, শ্রাবণ দাশগুপ্ত এবং সয়ন দাশগুপ্ত প্রমুখ এই আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করেন।

উক্ত মহতী অষ্টপ্রহর মহোৎসবে দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার পূণ্যার্থী ভক্তবৃন্দ সমবেত হন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ