ডোনাল্ড ট্রাম্পের উপর প্রকাশ্যে চলল গুলি! পেনসিলভেনিয়ায় নির্বাচনী প্রচার চালাচ্ছিলেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট তথা বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেই সময়েই এ ঘটনা ঘটে। হামলাকারীর গুলিতে আহত হয়েছেন ট্রাম্প। তবে তা গুরুতর নয়। তিনি দাবি করেছেন, তাঁর বাঁ কানের উপরের অংশে গুলি লেগেছে।
পুলিশ সূত্রের খবর, জনসভায় ট্রাম্পের উপর পরপর গুলি চলার পরেই পাল্টা গুলি চালান নিরাপত্তা রক্ষীরা। তাতেই নিহত হয় বন্দুকবাজ দুষ্কতী। মারা যান ট্রাম্পের এক সমর্থকও।
সুস্থ আছি দাবি করে বাইডেনের ঘোষণা, আমিই প্রেসিডেন্ট পদে যোগ্যতম প্রার্থী
অন্তর্বাস খুলে বসেছিলেন, কন্ডোম ব্যবহার করেননি, ট্রাম্পের কীর্তি ফাঁস করলেন পর্নস্টার
এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্ততা করছেন। আচমকা তাঁর কান ঘেঁষে একটি গুলি চলে যায়! সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন তিনি। তাঁর সমর্থকরা চিৎকার করে ওঠেন।
এর পরেই নিরাপত্তাকর্মীরা ট্রাম্পকে দ্রুত একটি গাড়িতে তোলেন। সে সময়ে ট্রাম্পের কান ও গাল বেয়ে রক্ত পড়তে দেখা যায়। নামার সময়ে হাত উঁচু করে, মুঠো করে, হার না মানার ইঙ্গিত করেন ট্রাম্প।
বলাই বাহুল্য, গুলিটি একটু এদিক ওদিক হলেই ট্রাম্পের মাথা ফুঁড়ে দিতে পারত। অল্পের ওপর দিয়ে গেছে এই হামলা। গাড়িতে তুলে সেখানেই ট্রাম্পের প্রাথমিক চিকিৎসা করা হয়।
জানা গেছে, স্থানীয় সময় শনিবার সন্ধে সওয়া ৬টা নাগাদ প্রচার অনুষ্ঠানে ট্রাম্প মঞ্চে ওঠার কিছুক্ষণ পরেই রাইফেল নিয়ে পাশের একটি বাড়ির ছাদে উঠতে দেখা যায় হামলাকারীকে। তবে সে কে, কেনই বা গুলি চালাল, সেসব এখনও বোঝা যায়নি।
ট্রাম্পের উপর এই হামলার ঘটনার নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, পেনসিলভানিয়ায় হিংসার ঘটনায় সকলেরই নিন্দা জানানো উচিত।
ঘটনার খবর পেয়ে টুইট করে নিন্দা করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও। তিনি জানিয়েছেন, মার্কিন গণতন্ত্রে রাজনৈতিক হিংসার কোনও জায়গা নেই