বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
spot_img
শিরোনাম

অরাজনৈতিক সংগঠনের উদ্যোগে চিকিৎসা সেবা পেল ৩০০ জন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম চন্দনাইশে অরাজনৈতিক ও সেবামূলক সংগঠন পূর্ব চন্দনাইশ চৌধুরী পাড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল সেবা, খৎনা ও কর্ণ ছেদন উপলক্ষে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ২০ ডিসেম্বর (শুক্রবার) সকাল থেকে পূর্ব চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগিতায় এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক ইসহাক উদ্দিন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন এম.এ. করিম চৌধুরী, এ.টি.এম মামুদ চৌধুরী, শেখ টিপু চৌধুরী, মাহবুবুর রহমান চৌধুরী, কমিশনার মোজাম্মেল হক চৌধুরী, মনজুরুল আলম চৌধুরী, এম.এম. মোর্শেদ চৌধুরী, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন ফারুকী, সরোয়ার মোর্শেদ চৌধুরী মনজু, মোঃ জিন্নাত স্থালী চৌধুরী, কমিশনার নুরুল ইসলাম চৌধুরী বাচা, এডভোকেট ইলিয়াস কাজল চৌধুরী, হামিদুর রহমান চৌধুরী, এডভোকেট রাশেদ হামিদ চৌধুরী সাইমুন, এম. সেলিম চৌধুরী, ওস্তাদ আবু সাঈদ চৌধুরী, আরিফুল করিম চৌধুরী, জাহিদুর রহমান চৌধুরী, ওমর ফারুক চৌধুরী প্রমুখ।

অতিথিরা বলেন, আজকের স্বাস্থ্যসেবা গ্রহণকারীরা আগামী দিনের ভবিষ্যৎ। এই সংগঠনের উদ্যোগে এলাকার চিকিৎসাবঞ্চিত ও হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। এতে প্রায় ৩০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা, ৭০-৮০ জন শিশুকে খৎনা, ৮০-৯০ জন কিশোরীর নাক ও কর্ণ ছেদন এবং স্থানীয় বিভিন্ন বয়সের লোকজনের ডায়াবেটিস ও রক্তের গ্রুপ নির্ণয়সহ রোগীদের বিনামূল্যে ওষুধ, খৎনা করা শিশুদের লুঙ্গি, গামছা ও টুপি প্রদান করা হয়।

অতিথিরা আরও বলেন, “এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন।” এই স্লোগানকে সামনে রেখে আগামীতে এই সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য সাবেক ও বর্তমান সকল মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও নগদ অর্থ শিক্ষাবৃত্তি হিসেবে প্রদান করা হবে এবং রমজান শুরুর পূর্ব মুহূর্তে অসহায় ও দুঃস্থ পরিবারকে সেহেরি ও ইফতার সামগ্রী প্রদানের কর্মসূচি গ্রহণ করা হবে।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ