বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির চট্টগ্রাম জেলা শাখা (রেজি: নং-৩৫২/৯৭) বার্ষিক শীতবস্ত্র ২০২৪ বিতরণ করা হয়েছে। গতকাল ২০ জানুয়ারি, সোমবার সকাল ১০টায় সি জি কে এস শপিং কমপ্লেক্স জেলা সমিতির কার্যালয় কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা শাখার সভাপতি মো. আবুল হাসেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমিতির কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব, সহ-সভাপতি মো. দাউদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য শাহ মো. মুছা, বাবু শিবব্রত চক্রবর্তী, সাধারণ সদস্য মোহাম্মদ কামাল উদ্দীন, ডা. মোহাম্মদ আবুল কাশেম প্রমুখ।