মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬
spot_img
শিরোনাম

অফিসার্স ফেডারেশনের সভাপতি মোর্শেদ ও মহাসচিব হিরা

সুসংবাদ ডেস্ক:

মীর মো. মোর্শেদুর রহমানকে সভাপতি ও মো. নজরুল ইসলাম হিরাকে মহাসচিব নির্বাচিত করে বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। একই সাথে ফেডারেশনের ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত এক অনুষ্ঠানে অফিসার্স ফেডারেশনের প্রধান নির্বাচন কমিশনার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম দু’বছরের (২০২৩-২৪) জন্য নতুন এই কমিটি ঘোষণা করেন।

ফেডারেশনের সহকারী নির্বাচন কমিশনার মো. আজাদ খান ভাসানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের সাবেক সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনু। অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, মোহাম্মদ মিজানুর রহমান, মীর মোর্শেদুর রহমান, মো. নজরুল ইসলাম হিরা, মুহাম্মদ হামিদ হাসান নোমানী, প্রকৌশলী হুসাইন মুহাম্মদ এরশাদ, ড. ইকবাল বাহার বিদ্যুৎ প্রমুখ। পরে নেতৃবৃন্দ ফেডারেশনের ১২দফা কর্মসূচি ঘোষণা করেন।

 

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ