সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
spot_img
শিরোনাম

অন্তর্বর্তী সরকার নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রের অভিযোগ এনসিপির

জাহেদুল আলম জাহিদ, হাটহাজারী প্রতিনিধি, চট্টগ্রাম।

হাটহাজারীতে যারাই সংসদে ক্ষমতায় এসেছে, তারা হাটহাজারী মাদ্রাসাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। কিন্তু ক্ষমতায় যাওয়ার পরেই তাদের ছুড়ে ফেলে দিয়েছে। বাংলাদেশে যদি কোনো সরকার ক্ষমতায় আসে, তাহলে অবশ্যই আলেম সমাজকে মূল্যায়ন করতে হবে।

চট্টগ্রাম উত্তর জেলা সফর উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সোমবার (২৬ মে) বিকেলে হাটহাজারী ডাকবাংলো চত্বরে অনুষ্ঠিত এক পথসভায় এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “বাংলাদেশের সংবিধান ছুড়ে ফেলে দিতে হবে। এটি শুধু মুজিববাদ নয়, এটি আওয়ামীবাদ ও হাসিনাবাদে পরিণত হয়েছে।”

অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে তিনি বলেন, “আগামী ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয়েছে, আমরা তা সমর্থন করি। তবে তার আগে একটি সুষ্ঠু রোডম্যাপ এবং পিলখানা, শাপলা চত্বরে ও মোদি বিরোধী আন্দোলনে যেসব হত্যাকাণ্ড ঘটেছে, তার বিচার করতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারকে কুক্ষিগত করতে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে—এ থেকে সবার সতর্ক থাকা দরকার। তিনি সরকারের কাছে অনুরোধ জানান, আওয়ামী লীগের দলীয় কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

পার্টি নিয়ে জনগণের মধ্যে ভুল ধারণা রয়েছে জানিয়ে তিনি বলেন, “জাতীয় নাগরিক পার্টি কোনো কাজ করার সময় সবার মতামতকে প্রাধান্য দেবে এবং জনগণের মতামতের ভিত্তিতে দেশের স্বার্থে যে কোনো কাজ বাস্তবায়ন করবে। আলেম সমাজকে যথাযথ মূল্যায়ন করা হবে।”

তিনি অভিযোগ করে বলেন, “হাসিনা সরকার যখনই নির্যাতনের স্টিম রোলার চালান, তখনই প্রথম টার্গেট হন হাটহাজারী মাদ্রাসার আলেমরা। ধর্মনিরপেক্ষতার নামে আলেমদের ওপর নির্যাতন চালানো হয়। অথচ বর্তমানে আলেমরা বিভিন্ন বিষয়ে গবেষণা করছেন, ডিগ্রি অর্জন করছেন—তাদের আর অবমূল্যায়ন করা যাবে না।”

পথসভায় কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা সহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img
spot_img

সর্বশেষ