চট্টগ্রাম সার্কেলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা নগরীর রেলওয়ে শহীদ শাহাজাহান মাঠে গত শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
সকালে অগ্রনী ব্যাংক পিএলসি মহাব্যবস্থাপকের সচিবালয়ের উপ মহাব্যবস্থাপক শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের গবেষক অগ্রনী ব্যাংক পি এল সি চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক আবু হাসান তালুকদার। বিশেষ অতিথি ছিলেন অগ্রনী ব্যাংক এক্সিকিউটিভ ক্লাব চট্টগ্রামের সভাপতি ডি জি এম লক্ষণ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক এজিএম বিজয় বড়ুয়া, অফিসার সমিতি বাংলাদেশ বৃহত্তর চট্টগ্রাম ও পার্বত্য অঞ্চলের সভাপতি আনিসুল মোস্তফা, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, অগ্রনী ব্যাংক কর্মচারী সংসদ সিবিএ’র সভাপতি রেজাউল করিম, সাধারণ সম্পাদক গাজী জসীম উদ্দীন। এসময় ব্যাংকের সর্বস্তরের নির্বাহী কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।